News:

অধ্যক্ষের বাণী

বিক্রমপুরের কেন্দ্রস্থলে সিরাজদিখান উপজেলার ইছাপুরায় রাজধানী ঢাকা থেকে মাত্র ২৯ কিলোমিটার দূরে মনোতোষ নৈসর্গিক পরিবেশে কলেজের অবস্থান। ইছাপুরার পাশ্ববর্তী মধ্যপাড়া গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী কুঞ্জবিহারী ব্যানার্জীর নামানুসারে কলেজের নামকরণ করা হয়েছে। কলেজটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত। প্রাক্তন এম.পি. জালাল উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ জীবন কানা্ই চক্রবর্তী, অধ্যক্ষ বিএম. রহমানসহ এলাকার আরো অনেক মান্য ব্যক্তির অক্লান্ত শ্রম ও অকুন্ঠ সহযোগিতায় কলেজটি প্রতিষ্ঠা লাভ করে। আনুষ্ঠানিকভাবে ১৯৮৬ সাল থেকে কলেজে ডিগ্রী (পাস) কোর্স  চালু করা হয় । ১৯৯৮ সাল থেকে উচ্চ মাধ্যমিক স্তরে ব্যবসায় ব্যবস্থাপনা (বি.এম) কোর্স চালু করা হয় । ২০১৪/২০১৫ সাল থেকে কলেজে অনার্স কোর্স চালু করা হয়। ইতিমধ্যে কলেজটি সরকারিকরণের তালিকাভূক্ত হয়েছে। ২০১৮ সালের ১২ আগষ্ট কলেজটি সরকারি গেজেট ভূক্ত হয়েছে। খুব শীঘ্রই কলেজটি পূণাঙ্গ সরকারি ঘোষণা হবে।